চেয়ারম্যানের বাণী

-

-

চেয়ারম্যান

---

অধ্যক্ষের বাণী

হেলেন কান্তি বড়ুয়া

হেলেন কান্তি বড়ুয়া

অধ্যক্ষ

রূপগঞ্জ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নুরুন্নেছা স্কুল এন্ড কলেজ দীর্ঘদিন ধরে শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠালগ্ন থেকে এ প্রতিষ্ঠান মানসম্মত শিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের মেধা, মনন ও মানবিক গুণাবলি বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা কেবল পাঠ্যবই ও পরীক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি মানুষের চরিত্র গঠন, চিন্তাশক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। নুরুন্নেছা স্কুল এন্ড কলেজে আমরা এমন একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সচেষ্ট, যেখানে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে শিখতে পারে এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করতে পারে। আমাদের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ শিক্ষকবৃন্দ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শিক্ষার্থীদের পথনির্দেশনা প্রদান করে থাকেন। স্কুল ও কলেজ—উভয় শাখায় শিক্ষার মান উন্নয়ন, শৃঙ্খলা রক্ষা, সহশিক্ষা কার্যক্রম এবং নৈতিক মূল্যবোধকে সমান গুরুত্ব দেওয়া হয়। আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে পাঠদান পদ্ধতির উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর প্রতিও আমরা গুরুত্বারোপ করছি। এই প্রতিষ্ঠানের অগ্রগতিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডি ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা এই প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখে শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ বিজ্ঞপ্তি

রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হেলেন কান্তি বড়ুয়া
general

রূপগঞ্জের নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন হেলেন কান্তি বড়ুয়া

নারায়ণগঞ্জ, ২ মে : জেলার রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়া। শিক্ষামন্ত্রণালয়ের বিধি মোতাবেক গভর্নিং বডির ১৮ তম সভার ২নং সিদ্ধান্তের প্রেক্ষিতে রূপগঞ্জের ঐতিহ্যবাহী নুরুন্নেছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত ২৮ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গভর্ণিং বডির সভাপতি সাইফুল ইসলাম তাঁর হাতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের নিয়োগ পত্র তুলে দেন। গত ৩০ এপ্রিল কলেজ ও স্কুল শাখার শিক্ষকমন্ডলীদের সাথে মিটিং করে আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত বিদায়ী অধ্যক্ষ আমির হোসেন, কলেজ কো-অর্ডিনেটর মিজানুর রহমান, সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম হাজারী, অর্থনীতি বিষয়ের প্রভাষক আরিফুল ইসলাম, গভর্নিং বডির সদস্য সাবিকুন্নাহার সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে কলেজের অধ্যক্ষের কার্যালয়ে কলেজের প্রয়োজনীয় ডকুমেন্টস ও চাবি ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক হেলেন কান্তি বড়ুয়ার নিকট হস্তান্তর করেন। হেলেন কান্তি বড়ুয়া ১৯৯৮ সনে সরকারের বিধিবিধানের আলোকে অত্র কলেজে প্রভাষক পদে যোগদান করেন। এমপিও ভুক্তির (সরকারি বেতন ভাতা) পর থেকে চাকরির আট বছর পূর্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি অর্জন করে সরকারিভাবে বেতন স্কেল ষষ্ঠ গ্রেড এ উন্নীত হন। পর্যায়ক্রমে বিভিন্ন ধাপ অতিক্রম করে উপাধ্যক্ষ পদমর্যদা সমমানে প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) একাডেমিক কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। নতুন দায়িত্বভার গ্রহণ করে মি.বড়ুয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব হুমায়ুন কবির মিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পুলিন বিহারী বড়ুয়ার আত্মার সদগতি কামনা করে নির্বাণ সুখ প্রার্থনা করেন। প্রতিষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য তিনি সকলের সহযোগিতা প্রার্থনা করেছেন। এছাড়াও প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী প্রত্যেকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালনে তাঁকে সহযোগিতা করে শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

৫/১/২০২৬
general

ড্রেস কোড অনুসরণ বিষয়ে জরুরি নোটিশ

সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সপ্তাহ থেকে প্রতিষ্ঠানের নির্ধারিত ড্রেস কোড কঠোরভাবে অনুসরণ করা বাধ্যতামূলক। নির্ধারিত ড্রেস কোড ব্যতীত কোনো শিক্ষার্থীকে ক্লাসে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে না এবং প্রয়োজনে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এ বিষয়ে সকলের সহযোগিতা কাম্য।

৫/১/২০২৬